ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাস পর ভারত থেকে ফিরলেন ৪০ জেলে

  • পোস্ট হয়েছে : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • 91

বিজনেস আওয়ার প্রতিবেদক: তিন মাস পর দেশে ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গে আটকে থাকা বাংলাদেশের ৪০ জেলে। এ ছাড়া এখনও ৪৯ জন দেশটিতে রয়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় ৪০ জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাসে’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে ভেসে ভারতীয় সমুদ্রসীমায় প্রবেশ করলে, তাদের আটক করে দেশটির কোস্টগার্ড। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

আটকদের মধ্যে ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এর মধ্যে ছয়জন পিরোজপুরের ও ৩৪ জন বরগুনা জেলার বাসিন্দা।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনার তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ৪০ জেলের মধ্যে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাড সেন্টারে নিরাপত্তা হেফাজতে ছিলেন ২৩ জন। বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়। খুব তাড়াতাড়ি আরও ২৬ জনকে ফেরত পাঠানো হবে। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বিজনেস আওয়ার/১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তিন মাস পর ভারত থেকে ফিরলেন ৪০ জেলে

পোস্ট হয়েছে : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: তিন মাস পর দেশে ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গে আটকে থাকা বাংলাদেশের ৪০ জেলে। এ ছাড়া এখনও ৪৯ জন দেশটিতে রয়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় ৪০ জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাসে’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে ভেসে ভারতীয় সমুদ্রসীমায় প্রবেশ করলে, তাদের আটক করে দেশটির কোস্টগার্ড। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

আটকদের মধ্যে ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এর মধ্যে ছয়জন পিরোজপুরের ও ৩৪ জন বরগুনা জেলার বাসিন্দা।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনার তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ৪০ জেলের মধ্যে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাড সেন্টারে নিরাপত্তা হেফাজতে ছিলেন ২৩ জন। বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়। খুব তাড়াতাড়ি আরও ২৬ জনকে ফেরত পাঠানো হবে। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বিজনেস আওয়ার/১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: