বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালীর দুমকীতে পুলিশের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। আসামির নাম বিপ্লব হাওলাদার (৩৫)।
তিনি পেশায় নির্মাণশ্রমিক ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- দুমকী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন মঙ্গলবার সকাল ১০টায় বিপ্লবকে গ্রেপ্তার করতে যান এবং উপজেলা ভূমি অফিস রোডের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপরে তাকে খুঁজে পান। পুলিশ দেখে বিপ্লব দৌড়ে নামার সময় রেলিংবিহীন সিঁড়ি থেকে পা ফসকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিপ্লবের চাচাতো ভাই মো. কামাল হাওলাদার জানান, পরিবারের কোনো অভিযোগ নেই।
দুমকী থানার ওসি মো. আব্দুস সালাম জানান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহনের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২২/এএইচএ