বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর করা মামলায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গৃহশিক্ষক জিন্নাতুল ইসলাম প্রামানিক (৫৩) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাড়ি শহরের চকসূত্রাপুরের রানারসিটি আবাসিক এলাকায়।
মামলার এজাহারে বলা হয়েছে, ‘প্রায় চার বছর ধরে জিন্নাতুল ইসলামের কাছে প্রাইভেট পড়েন ওই কলেজছাত্রী। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণা করেন শিক্ষক জিন্নাতুল।
ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন জিন্নাতুল ইসলাম। এভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন তিনি। চলতি বছরের ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ তাকে ধর্ষণ করে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে ওই ছাত্রীকে ডেকে নেন জিন্নাতুল। সেখানে সন্তান নষ্টের জন্য হুমকি দেন। এ ছাড়াও তাকে মারধরও করেন বলে অভিযোগে বলেছেন ওই ছাত্রী।
বুধবার সকালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) এসব অভিযোগ নিয়ে ওই ছাত্রী সদর থানায় আসেন। তার অভিযোগের ভিত্তিতে সন্ধ্যার দিকে সহকারী অধ্যাপককে নিজ বাসা থেকে আটক করা হয়। রাতে এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। আসামি প্রামাণিককে আদালতে পাঠানো হবে।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২২/এএইচএ