স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের দুই তারকার পতন হল। দেশটির সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার কয়েক মিনিটের মাথায় অবসরের ঘোষণা দেন ব্যাটসম্যান সুরেশ রায়না। ধোনির মতো রায়নাও সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ৪ মিনিটের ভিডিও আপলোড করেন মাহি। সেখানে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। ক্যাপশনে ধোনি লেখেন, ধন্যবাদ, ক্যারিয়ার জুড়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭টা ২৯ থেকে আমাকে রিটায়ার্ড ভেবে নিয়েন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৩৮টি ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি। রান করেছেন ৪৪.৯৬ গড়ে ১৭২৬৬। ১০৮ টি ফিফটির সাথে আছে ১৬ টি সেঞ্চুরি। উইকেটের পেছনে ৮২৯ টি ডিসমিসালের মালিক ধোনি, ক্যাচ ধরেছেন ৬৩৪ টি, স্টাম্পিং করেছেন ১৯৫টি। আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে অবশ্য খেলবেন ধোনি।
সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও। ইনস্টাগ্রামে রায়না লিখেছেন, তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই জার্নিতে চলতে চাই আমি। ধন্যবাদ ভারত।
উল্লেখ্য, ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সুরেশ রায়নার। তবে অভিষেক ম্যাচে শুন্য রানে আউট হন তিনি। তারপরও নিজেকে ভারতীয় ক্রিকেটের অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে সক্ষম হন রায়না। ওয়ানডে ক্রিকেটের নিয়মিত সদস্য ছিলেন।
ক্যারিয়ারে ২২৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬১৫ রান সংগ্রহ করেন রায়না। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। ১৮ টেস্ট সংগ্রহ করেছেন ৭৬৮ রান। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি অফস্পিনে পার্টটাইম বোলার হিসেবেও হাত ঘুরিয়েছেন রায়না।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২০/এ