স্পোর্টস ডেস্ক: মাঠে পুরো ৯০ মিনিট বায়ার্ন মিউনিখের ফুটবলারদের গোল প্রদর্শনী আর সতীর্থদের অসহায়ত্ব দেখলেন ইতিহাসসেরা ফুটবলার লিওনেল মেসি। শুক্রবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে শোচনীয় পরাজয়ের পরও কি বার্সেলোনাতেই থাকবেন মেসি?
কাতালান ক্লাবটির সামপ্রতিক পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন এই আর্জেন্টাইন সুপারস্টার। ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবেই ভাববেন তিনি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড মনে করেন, বার্সেলোনা ছাড়া উচিত মেসির।
রিও ফার্ডিনান্ড বলেন, রাতে বাড়ি ফিরে মেসি কী ভাববে? এই মুহূর্তে, ইউরোপের অন্য দলগুলোর তুলনায় যে অবস্থায় আছে বার্সেলোনা, তাতে কি বসে বসে অপেক্ষা করার সময় আছে মেসির হাতে? আগামী দুই তিন বছরেও ফর্ম ধরে রাখতে পারবেন মেসি। তবে বার্সায় থাকলে মেসিকে হয়তো বড় শিরোপা ছাড়াই কাটাতে হবে।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২০/এ