আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো দুই কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম দিক থেকে উত্তর কোরিয়া অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এগুলোর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সোচো শহরের ৫৭ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। এ ঘটনার পরপর ইউলিয়াং দ্বীপে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়। উত্তরের হামলার জবাবে দক্ষিণ কোরিয়া তিন ঘণ্টা পর পূর্ব অঞ্চল লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলো যে তারা যদি যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখে তাহলে তাদেরকে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন মূল্য দিতে হবে’।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওল এই ক্ষেপণাস্ত্র ছোড়াকে ‘কার্যকর আঞ্চলিক আক্রমণ’ হিসাবে চিহ্নিত করেছেন। তিনি এর ‘দ্রুত ও কঠোর জবাবের’ প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজনেস আওয়ার/২ নভেম্বর,২০২২/এসএস