ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ২৮ কোম্পানির : লোকসান ৮৪৩ কোটি টাকা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কঠোর অবস্থানের মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে মুনাফা করা ৩ কোম্পানিও রয়েছে।

সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া (১ জুলাই-০২ নভেম্বর পর্যন্ত) কোম্পানিগুলোর মধ্যে ২৮টির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নিয়মিত লভ্যাংশ দেয় না, এমন বিছু কোম্পানির পর্ষদ সভা এখনো বাকি রয়েছে। যদিও জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় সভা অনুষ্ঠিত করার নির্ধারিত সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেছে। যাতে এই লভ্যাংশ না দেওয়া কোম্পানির সংখ্যা বাড়তে পারে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর ‘নো’ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থা নেওয়া শুরু করে। এরইমধ্যে দু-একটি কোম্পানির কর্তৃপক্ষকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তলবও করেছে।

লভ্যাংশ ঘোষণা না করা ২৮টি কোম্পানির মধ্যে ৩টির মুনাফা হয়েছে। তবে ২৮ কোম্পানির নিট ৮৪৩ কোটি ৪৫ লাখ টাকার লোকসান হয়েছে। যে কোম্পানিগুলোর আগের বছরে লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৩৫২ কোটি ৩৩ লাখ টাকা।

লভ্যাংশ ঘোষণা না করা কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে কঠোর। এজন্য ব্যাখ্যা চেয়ে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোকে তলব করা হচ্ছে। যারা সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

করোনা মহামারিতে ব্যবসায় ধসের কারনে কিছু কোম্পানি ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে করে ওই অর্থবছরে ৩৩ কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করে না। তবে ২০২০-২১ অর্থবছরে এ সংখ্যা বেড়ে ৩৮এ দাঁড়ায়।

বিনিয়োগকারীরা পর্ষদের ‘নো’ ডিভিডেন্ডকে মানতে পারছেন না। তাদের মতে, এর আগে নিয়মিত মুনাফার একাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়েছে, তাহলে এখন বিনিয়োগকারীদের দূরাবস্থার সময় রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে পারবে না কেনো। এমনিতেই বিনিয়োগকারীদের অবস্থা ভালো না। এই দিকটাও কোম্পানিগুলোর পর্ষদের ভাবা দরকার ছিল। 

মুনাফা করেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ৩ কোম্পানির মধ্যে রয়েছে- জেনারেশন নেক্সট ফ্যাশন, কে অ্যান্ড কিউ ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেয় না এমন সব কোম্পানিও এ বছর কোন পরিবর্তন আসেনি। এবছরও বড় লোকসান করেছে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও জুট স্পিনার্স। একইভাবে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিম্নে সম্প্রতি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশনিট মুনাফা/লোকসান (কোটি টাকা)আগের বছরের মুনাফা/লোকসান (কোটি টাকা)
জেনারেশন নেক্সট০০০.৪৯০.৪৯
কে অ্যান্ড কিউ০০০.৩০০.৪৫
বিডি থাই অ্যালুমিনিয়াম০০০.২৬১৬.০৩
ফাঁস ফাইন্যান্স০০(২৯৭.২৬)(২১৭.৮০)
ইন্টারন্যাশনাল লিজিং০০(২০৫.৪০)(৬৯৪.২৩)
বিআইএফসি০০(৮১.৫৫)(১২২.৮৩)
জিল বাংলা সুগার০০(৫২.৯৬)(৬৯.৫৮)
ফনিক্স ফাইন্যান্স০০(৩৫)২০.১০
ফারইস্ট ফাইন্যান্স০০(২৮.৫৫)(৭১.৮০)
শ্যামপুর সুগার মিলস০০(২৬.৫২)(৬২.৫৭)
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ০০(২৫.৪৮)(২৪.৬৩)
খুলনা প্রিন্টিং০০(২২.৬৪)(৪৪.৬০)
জাহিন স্পিনিং০০(১৪.৫৭)(২৮.৬৮)
ফার কেমিক্যাল০০(৮.৯১)(৩.৪১)
রেনউইক যজ্ঞেশ্বর০০(৮.৬৫)(৪.৬৬)
জুট স্পিনার্স০০(৭.৬২)(৭.৫৮)
সিভিও পেট্রোকেমিক্যাল০০(৭.৩০)(৬.৩০)
তুং হাই নিটিং০০(৪.৪৮)(৩.০৪)
মেঘনা কনডেন্সড মিল্ক০০(৩.৬৫)(১৩.২২)
আর.এন স্পিনিং০০(৩.৫৩)(৭.০৭)
অলিম্পিক এক্সেসরিজ০০(৩.২২)(৫.৬২)
আজিজ পাইপস০০(২.৪৩)(০.৪৪)
স্ট্যান্ডার্ড সিরামিকস০০(১.৯৩)০.১৫
সাভার রিফ্রেক্টরিজ০০(১.৩১)(০.১৩)
দুলামিয়া কটন০০(০.৮৫)(১.০৪)
মেঘনা পেট০০(০.৩৭)(০.৪০)
আনলিমা ইয়ার্ন০০(০.৩২)০.০৮
মোট০০(৮৪৩.৪৫) কোটি টাকা(১৩৫২.৩৩)  কোটি টাকা

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ২৮ কোম্পানির : লোকসান ৮৪৩ কোটি টাকা

পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কঠোর অবস্থানের মধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে মুনাফা করা ৩ কোম্পানিও রয়েছে।

সম্প্রতি পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়া (১ জুলাই-০২ নভেম্বর পর্যন্ত) কোম্পানিগুলোর মধ্যে ২৮টির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নিয়মিত লভ্যাংশ দেয় না, এমন বিছু কোম্পানির পর্ষদ সভা এখনো বাকি রয়েছে। যদিও জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় সভা অনুষ্ঠিত করার নির্ধারিত সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেছে। যাতে এই লভ্যাংশ না দেওয়া কোম্পানির সংখ্যা বাড়তে পারে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর ‘নো’ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থা নেওয়া শুরু করে। এরইমধ্যে দু-একটি কোম্পানির কর্তৃপক্ষকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তলবও করেছে।

লভ্যাংশ ঘোষণা না করা ২৮টি কোম্পানির মধ্যে ৩টির মুনাফা হয়েছে। তবে ২৮ কোম্পানির নিট ৮৪৩ কোটি ৪৫ লাখ টাকার লোকসান হয়েছে। যে কোম্পানিগুলোর আগের বছরে লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৩৫২ কোটি ৩৩ লাখ টাকা।

লভ্যাংশ ঘোষণা না করা কোম্পানিগুলোর বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে কঠোর। এজন্য ব্যাখ্যা চেয়ে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোকে তলব করা হচ্ছে। যারা সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

করোনা মহামারিতে ব্যবসায় ধসের কারনে কিছু কোম্পানি ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে করে ওই অর্থবছরে ৩৩ কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করে না। তবে ২০২০-২১ অর্থবছরে এ সংখ্যা বেড়ে ৩৮এ দাঁড়ায়।

বিনিয়োগকারীরা পর্ষদের ‘নো’ ডিভিডেন্ডকে মানতে পারছেন না। তাদের মতে, এর আগে নিয়মিত মুনাফার একাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়েছে, তাহলে এখন বিনিয়োগকারীদের দূরাবস্থার সময় রিজার্ভ থেকে লভ্যাংশ দিতে পারবে না কেনো। এমনিতেই বিনিয়োগকারীদের অবস্থা ভালো না। এই দিকটাও কোম্পানিগুলোর পর্ষদের ভাবা দরকার ছিল। 

মুনাফা করেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ৩ কোম্পানির মধ্যে রয়েছে- জেনারেশন নেক্সট ফ্যাশন, কে অ্যান্ড কিউ ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেয় না এমন সব কোম্পানিও এ বছর কোন পরিবর্তন আসেনি। এবছরও বড় লোকসান করেছে শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস ও জুট স্পিনার্স। একইভাবে ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিম্নে সম্প্রতি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশনিট মুনাফা/লোকসান (কোটি টাকা)আগের বছরের মুনাফা/লোকসান (কোটি টাকা)
জেনারেশন নেক্সট০০০.৪৯০.৪৯
কে অ্যান্ড কিউ০০০.৩০০.৪৫
বিডি থাই অ্যালুমিনিয়াম০০০.২৬১৬.০৩
ফাঁস ফাইন্যান্স০০(২৯৭.২৬)(২১৭.৮০)
ইন্টারন্যাশনাল লিজিং০০(২০৫.৪০)(৬৯৪.২৩)
বিআইএফসি০০(৮১.৫৫)(১২২.৮৩)
জিল বাংলা সুগার০০(৫২.৯৬)(৬৯.৫৮)
ফনিক্স ফাইন্যান্স০০(৩৫)২০.১০
ফারইস্ট ফাইন্যান্স০০(২৮.৫৫)(৭১.৮০)
শ্যামপুর সুগার মিলস০০(২৬.৫২)(৬২.৫৭)
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ০০(২৫.৪৮)(২৪.৬৩)
খুলনা প্রিন্টিং০০(২২.৬৪)(৪৪.৬০)
জাহিন স্পিনিং০০(১৪.৫৭)(২৮.৬৮)
ফার কেমিক্যাল০০(৮.৯১)(৩.৪১)
রেনউইক যজ্ঞেশ্বর০০(৮.৬৫)(৪.৬৬)
জুট স্পিনার্স০০(৭.৬২)(৭.৫৮)
সিভিও পেট্রোকেমিক্যাল০০(৭.৩০)(৬.৩০)
তুং হাই নিটিং০০(৪.৪৮)(৩.০৪)
মেঘনা কনডেন্সড মিল্ক০০(৩.৬৫)(১৩.২২)
আর.এন স্পিনিং০০(৩.৫৩)(৭.০৭)
অলিম্পিক এক্সেসরিজ০০(৩.২২)(৫.৬২)
আজিজ পাইপস০০(২.৪৩)(০.৪৪)
স্ট্যান্ডার্ড সিরামিকস০০(১.৯৩)০.১৫
সাভার রিফ্রেক্টরিজ০০(১.৩১)(০.১৩)
দুলামিয়া কটন০০(০.৮৫)(১.০৪)
মেঘনা পেট০০(০.৩৭)(০.৪০)
আনলিমা ইয়ার্ন০০(০.৩২)০.০৮
মোট০০(৮৪৩.৪৫) কোটি টাকা(১৩৫২.৩৩)  কোটি টাকা

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: