ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাজপুর গ্যাসক্ষেত্রে দৈনিক মিলবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • পোস্ট হয়েছে : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • 133

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে কূপ খনন সফল হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন সম্ভব। অন্তত ৩১ বছর পর্যন্ত এই পরিমাণ গ্যাস এই কূপ থেকে পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

নসরুল হামিদ বলেন, ‘শাহবাজপুরের কূপগুলোতে সম্ভাব্য গ্যাসের মজুদ প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এই পরিমাণ গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ৮০৫৯.০৮ কোটি টাকা। কূপগুলো থেকে ৩০ থেকে ৩১ বছর পর্যন্ত প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন সম্ভব হবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, শাহবাজপুর গ্যাসক্ষেত্র প্রকল্পে আরও ২টি কূপ (ইলিশা-১ ও ভোলা নর্থ-২) আগামী জুনের মধ্যে খনন করা হবে। তিনটি কূপ মিলে দৈনিক সর্বমোট ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে।

বিদ্যুতের লোডশেডিং কমছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘দেশে বিদ্যুতের অবস্থা ভালো হচ্ছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো হবে। তবে আমরা এখন মার্চ নিয়ে চিন্তা করছি।’

এসময় প্রতিমন্ত্রী জানান, গত তিন মাসে লোডশেডিং করে অনেক গ্যাস সাশ্রয় হয়েছে। আর এর ফলে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/এএইচএ/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাহবাজপুর গ্যাসক্ষেত্রে দৈনিক মিলবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

পোস্ট হয়েছে : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে কূপ খনন সফল হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন সম্ভব। অন্তত ৩১ বছর পর্যন্ত এই পরিমাণ গ্যাস এই কূপ থেকে পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

নসরুল হামিদ বলেন, ‘শাহবাজপুরের কূপগুলোতে সম্ভাব্য গ্যাসের মজুদ প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এই পরিমাণ গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ৮০৫৯.০৮ কোটি টাকা। কূপগুলো থেকে ৩০ থেকে ৩১ বছর পর্যন্ত প্রতিদিন গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন সম্ভব হবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, শাহবাজপুর গ্যাসক্ষেত্র প্রকল্পে আরও ২টি কূপ (ইলিশা-১ ও ভোলা নর্থ-২) আগামী জুনের মধ্যে খনন করা হবে। তিনটি কূপ মিলে দৈনিক সর্বমোট ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে।

বিদ্যুতের লোডশেডিং কমছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘দেশে বিদ্যুতের অবস্থা ভালো হচ্ছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো হবে। তবে আমরা এখন মার্চ নিয়ে চিন্তা করছি।’

এসময় প্রতিমন্ত্রী জানান, গত তিন মাসে লোডশেডিং করে অনেক গ্যাস সাশ্রয় হয়েছে। আর এর ফলে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না।

বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/এএইচএ/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: