বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত জানানো সত্ত্বেও রবিবার দূর্বল এ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে লভ্যাংশ না দেওয়ার পাশাপাশি কোম্পানির পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যা একটি কোম্পানির ব্যবসায় খারাপ দিক ইঙ্গিত করে। তারপরেও রবিবার শেয়ারটিতে বিনিয়োগকারীদের আগ্রহের কারনে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
এদিন দুপুর ১২টা ৫৫ মিনিটে ‘জেড’ ক্যাটাগরির সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি ১১.২৩৬ শতাংশ দর বাড়তে দেখা গেছে। আগের দিনের ১৭.৮০ টাকার শেয়ারটি ওই সময় ১৯.৮০ টাকায় লেনদেন হচ্ছে। তবে শেয়ারটি ২১.৯০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২০/আরএ