ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে বিএনপি : কৃষিমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো। সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো তৎপর। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা বারবার বলছি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে।

তিনি বলেন, আসলে নির্বাচন পরিচালনা করা সরকারের কোনো দায়িত্ব না, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমরা বলছি, আমরা জাতিকে আশ্বস্ত করবো, আমাদের প্রতি আস্থা আনবো, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে বিএনপি : কৃষিমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো। সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো তৎপর। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা বারবার বলছি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে।

তিনি বলেন, আসলে নির্বাচন পরিচালনা করা সরকারের কোনো দায়িত্ব না, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমরা বলছি, আমরা জাতিকে আশ্বস্ত করবো, আমাদের প্রতি আস্থা আনবো, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।

বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: