বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই। মৃত্যুহীন দিনে ভাইরাসটিতে ৮৮ জনের শরীরে শনাক্ত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই থাকল। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিজনেস আওয়ার/০৪ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: