ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে মিলল দুই শিশুর লাশ

  • পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • 173

বিজনেস আওয়ার প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফটের জন্য খোঁড়া গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুরা হলো- ওই এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে ঐ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, খেলতে গিয়ে তারা গর্তে পড়ে মারা গেছে।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বেলা সাড়ে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে ঐ এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর লাশ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশ দুটিতে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই তারা অসাবধানতায় ঐ গর্তে পড়ে যায়।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে মিলল দুই শিশুর লাশ

পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফটের জন্য খোঁড়া গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুরা হলো- ওই এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে ঐ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, খেলতে গিয়ে তারা গর্তে পড়ে মারা গেছে।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বেলা সাড়ে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে ঐ এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর লাশ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশ দুটিতে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই তারা অসাবধানতায় ঐ গর্তে পড়ে যায়।

বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: