বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের ১৮টি সংগঠন থেকে ‘নিষিদ্ধ’ হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। প্রথমে নানাভাবে বয়কটের বিরুদ্ধে কথা বলেও সম্প্রতি বয়কট তুলে নিতে নিরবে প্রযোজক সমিতিকে চিঠি দিয়েছেন মিশা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মিশা সওদাগরের বয়কট তুলে নিতে যাচ্ছে চলচ্চিত্রের সংগঠনগুলো কিন্তু জায়েদ খানের ব্যাপারে এখনও তাদের কঠোর অবস্থান। যার ফলে শনিবার (১৫ আগস্ট) এফডিসিতে জাতীয় শোক দিবসের আয়োজনের হুট করে মঞ্চে হাজির হন মিশা সওদাগর।
এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, মিশা সওদাগর তিন দিন আগে আমাদের কাছে চিঠি দিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং চলচ্চিত্র সংগঠনগুলোর নীতিমালা বিনা শর্তে মেনে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা তার চিঠি নিয়ে খুব শিগগিরই বসবো সাংগঠনিকভাবে।
মিশার ব্যাপারে নমনীয় হলেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে ছাড় দেওয়া হবে না বলেও জানান বলে খোরশেদ আলম খসরু। যদি জায়েদ খান দুঃখ প্রকাশ করে চিঠি দেন? এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, তার ব্যাপারটি আলাদা।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২০/এ