বিনোদন ডেস্ক: কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।
রোববার (৬ নভেম্বর) সকালে এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার পর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।
চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেন রণলিয়া। এই খবর হাসপাতালের শয্যা থেকে শেয়ার করে আলিয়া ভাট। সে সময় সামাজিকক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘Our baby ….. coming soon’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।
কাপুর পরিবারে আনন্দ জোয়ার। এই দিনটির স্বপ্ন দেখছিলেন সোনি রাজদান, মহেশ ভাট, শাহীন থেকে শুরু করে নীতু কাপুর। আর রণবীর? তিনি তো ভালো বাবা হওয়ার জন্য আগে থেকেই তৈরি!
আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছরের জন্মদিনে উৎসব হবে কাপুর পরিবারে। নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদযাপন অন্য মাত্রা নিতে চলেছে।
বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ