বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সুলতানা আহমেদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, রোববার সকালে গুলশানের বাসা থেকে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: