বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামে ফেসবুক আইডি হ্যাকের পাশাপাশি ফেক আইডি খুলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ নভেম্বর) নগরীর পাহাড়তলি এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দম্পতি হলেন: একই এলাকার শেখ মো. রতন ও তার স্ত্রী রুমা আকতার।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, বন্দর থানা পুলিশের হাতে আটক শেখ মোহাম্মদ রতন ফেসবুক আইডি হ্যাক করতেন। এরপর হুবহু আইডি খুলে চালাতেন টাকা আদায়ের খেলা। এ ক্ষেত্রে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য ভয়েস দিতেন তার স্ত্রী রুমা আকতার। গত এক বছরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্বামী-স্ত্রীর এই সিন্ডিকেট।
তিনি আরও জানায়, মাথায় ব্যবহৃত তেল বিক্রির সঙ্গে সম্পৃক্ত একটি অনলাইন প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে নগরীর পাহাড়তলি এলাকা থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের নামে ফেক আইডি খুলে তারা বেশ কিছুদিন ধরে প্রতারণা চালাচ্ছিলেন।
রতন ও রুমা দম্পতির বিরুদ্ধে আগে থেকেই প্রতারণার মামলা এবং একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ