ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৪ জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের হাইকোর্টের নির্দেশ

  • পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়া, টাঙ্গাইল, লালনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ ইটভাটা বন্ধে বিবাদীদের নিস্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতর, চার জেলার ডিসি ও এসপিসহ ২৪ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এ প্রসঙ্গে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন অনুসারে লাইসেন্স ব্যতিত কোনও ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না। এমন বিধান থাকলেও শীত মৌসুমকে সামনে রেখে কয়েকটি জেলায় অবৈধ ইটভাটাগুলোতে কার্যক্রম শুরু করছে মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

বিজনেস আওয়ার/৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৪ জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের হাইকোর্টের নির্দেশ

পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়া, টাঙ্গাইল, লালনিরহাট ও ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ ইটভাটা বন্ধে বিবাদীদের নিস্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতর, চার জেলার ডিসি ও এসপিসহ ২৪ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এ প্রসঙ্গে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন অনুসারে লাইসেন্স ব্যতিত কোনও ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না। এমন বিধান থাকলেও শীত মৌসুমকে সামনে রেখে কয়েকটি জেলায় অবৈধ ইটভাটাগুলোতে কার্যক্রম শুরু করছে মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

বিজনেস আওয়ার/৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: