বিজনেস আওয়ার প্রতিবেদক: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে নিহত হোন তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭)। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।
বিশালকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে আজ (৭ নভেম্বর) বিকেল ৪টায় গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
প্রয়াত ওমর ফারুক বিশালের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে। ধুকুন্দী স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন গীতিকবি সংঘের আসিফ ইকবাল, প্রিন্স মাহমুদসহ শোবিজ অঙ্গনের আরও অনেকে।
উল্লেখ্য, আজ (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী থেকে ঢাকায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় বিশালের মৃত্যু হয়। প্রায় এক দশক ধরে গান লিখেছেন বিশাল। তার কথায় শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, তাহসানসহ বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। ‘তোমার ভালো মন্দে’, ‘দমে দমে’সহ বেশ কয়েকটি গানের সুবাদে পরিচিতি পেয়েছেন এ গীতিকার।
পেশাগতজীবনে বিশাল জি-নিউজ টুয়েন্টিফোর ডটকম নামের একটি অনলাইন গণমাধ্যমের যুগ্ম বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক যায়যায়দিন ও অনলাইন গণমাধ্যম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক ছিলেন।
বিজনেস আওয়ার/৭ নভেম্বর, ২০২২/এএইচএ