ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর গলায় কাচের ভাঙা গ্লাস ঢুকিয়ে দিলেন স্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • 209

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে হানিফ মিয়া (২৫) নামের এক যুবককে গলায় কাচের ভাঙা গ্লাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত হানিফ মিয়া ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

আহত হানিফ তিনি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মোসাম্মৎ মুক্তাকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। জীবিকার তাগিদে আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হানিফ ও তার স্ত্রী মুক্তার মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার দুপুরেও দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় ঘরে পড়ে থাকা কাচের ভাঙা গ্লাস মুক্তা তার স্বামী হানিফের গলায় ঢুকিয়ে দেন।

স্থানীয়রা ছুটে এসে হানিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বামীর গলায় কাচের ভাঙা গ্লাস ঢুকিয়ে দিলেন স্ত্রী

পোস্ট হয়েছে : ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে হানিফ মিয়া (২৫) নামের এক যুবককে গলায় কাচের ভাঙা গ্লাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত হানিফ মিয়া ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

আহত হানিফ তিনি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মোসাম্মৎ মুক্তাকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। জীবিকার তাগিদে আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হানিফ ও তার স্ত্রী মুক্তার মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার দুপুরেও দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় ঘরে পড়ে থাকা কাচের ভাঙা গ্লাস মুক্তা তার স্বামী হানিফের গলায় ঢুকিয়ে দেন।

স্থানীয়রা ছুটে এসে হানিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: