বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ ওষুধ কোম্পানির প্রতিনিধিকে আটকের পর কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহিঃবিভাগ ও ইনডোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম ১০ জনকে সাতদিনের কারাদণ্ডসহ বিভিন্ন অঙ্কের জরিমানা এবং চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম বলেন, ‘ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের যেন ভিজিট করতে পারবেন সে জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া আছে। কিন্তু অভিযুক্তরা নিয়মের বাহিরে গিয়ে চিকিৎসকদের ভিজিটের পাশপাশি রোগীদের ভুল বুঝিয়ে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছিলেন। অভিযানে সত্যতা পাওয়ায় কারাদণ্ড ও জরিমানা করা হয়।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন বলেন, ‘প্রতি রোববার এবং বুধবার সকাল ৯টার আগে এবং দুপুর ১টার পর মেডিকেল রিপ্রেজেনেটিভদের হাসপাতালে চিকিৎসকদের ভিজিটের জন্য সময় নির্ধারণ করা আছে। কিন্তু নিয়ম না মেনে তারা হাসপাতাল এলাকায় কাজ করতো।’
এ বিষয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) পটুয়াখালী জেলা সভাপতি মো. সোহাগ জানান, এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিজনেস আওয়ার/৮ নভেম্বর, ২০২২/এএইচএ