আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠা মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে।
বুধবার (৯ নভেম্বর) কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এই দুসংবাদ দিয়েছেন।
ক্রমবর্ধমান ব্যয় আর বিজ্ঞাপনের দুর্বল বাজারে ধুঁকতে থাকা ফেসবুকের মূল কোম্পানির মেটার এই ঘোষণা চলতি বছরে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ এক ছাঁটাইয়ের ঘটনা।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর টুইটারের হাজার হাজার কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছেন। পাশাপাশি আরেক সফটওয়্যার জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি তাদের হাজারও কর্মী ছাঁটাই করেছে।
আর্থিক ঝুঁকি আর মন্দা বিবেচনায় তাদের পথ অনুসরণ করে পথচলার ১৮ বছরের ইতিহাসে এবারই প্রথম মেটা ব্যাপকসংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিল।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২২/এএইচএ