বিজনেস আওয়ার প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল এলাকায় ধর্ষণের পর এক তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত নাহিদ মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরের গাছা থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় র্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত নাহিদ মিয়া ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসনা গ্রামের মোরশেদ আলীর ছেলে।
র্যাব পোড়াবাড়ি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম বলেন, ধর্ষক নাহিদ ভিকটিমের মামাতো ভাই। এ সুযোগে নাহিদ প্রায়ই ভিকটিমের বাড়িতে যাওয়া আসা করতো। গত ২০২০ সালের ৮ মে রাতে ভিকটিমের বাবা বাড়িতে না থাকার সুযোগে নাহিদ ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ভিকটিমকে বিয়ের কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নাহিদ। ঘটনার ৭ মাস পর নাহিদ ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ময়মনসিংহ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন।
এ ঘটনায় ভিকটিম সহযোগিতা চাইলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদে র্যাব জানতে পারে আসামি গাজীপুর মহানগরের গাছা থানাধীন বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ক্যাপটেক্স পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করছে। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২২/এএইচএ