বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঈদুল আজহা উপলক্ষ্যে ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘ভাল্লাগে’ শিরোনামের গানটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে গানটি ৩ কোটির বেশি ভিউ হয়েছে।
‘ভাল্লাগে’ শিরোনামের গানটি মুক্তি পায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে। মুক্তির পর ইতিমধ্যে গানটি ইউটিউবে ৩ কোটি ১০ লাখ ভিউ অতিক্রম করেছে।
মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে ‘ভাল্লাগে’শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন সুমি শবনম। গানটির সংগীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। গানটির কোারিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান। ক্যামেরায় সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে ছিলেন এস এম তুষার।
শিল্পী সুমি শবনম বলেন, ললিতা গানটি হিট হওয়ার পর গত ১০ বছরে তেমন কোনো মৌলিক গান করিনি। আমার স্বামীর লেখা ও সুরে এ গানটি মূলত তারঁ উৎসাহেই করেছি। দর্শক পছন্দ করায় আবার গানে নিয়মিত হওয়ার ইচ্ছা কাজ করছে।
পরিচালক হাবিুবর রহমান বলেন, জীবনে অনেক গানের কোরিওগ্রাফি ও পরিচালনা করলেও এ গানটি করার সময়ই একটি আলাদা ভালো লাগা কাজ করছিল। তখনই ভেবেছিলাম গানটি দর্শক জনপ্রিয়তা পাবে। টিকটক ও ইউটিউবে গানটি যেভাবে ছড়িয়ে পড়েছে , এতে করে আমি নিজেও একটি টিকটক করে ফেলেছি। যা আজ অবাধি আমি করিনি। গানটি কোটি দর্শকের মন ছুয়ে গেলেই আমি স্বার্থক।
অভিনেতা ও গানটির মডেল নয়ন বাবু বলেন, নতুন বছরে আর কোন মিউজিক ভিডিও করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিচালক হাবিব ভাইয়ের অনুরোধে কাজটি করি। দর্শক গ্রহণ করায় বেশ ভালো লাগছে। ইতিপূর্বে বোকা পাখি সহ আমার বেশ কয়েকটি মিউজিক ভিডিও কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। আশা রাখি এ গানটিও সেরাদের তালিকায় জায়গা করে নিবে।
গানটি দেখতে ক্লিক করুন
বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০২২/পিএস