ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাত : একজনের সাত বছর কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • 31

বিজনেস আওয়ার প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সুজন মহন্ত (৩৭) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সুজনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম বালিঘাটা গ্রামে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমত আরা জানান, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ঘরের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা মেলে। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।

আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত : একজনের সাত বছর কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সুজন মহন্ত (৩৭) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সুজনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম বালিঘাটা গ্রামে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমত আরা জানান, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ঘরের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা মেলে। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।

আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: