বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে আনঅফিসিয়াল থিম সং করেছেন নন্দিত লেখক অনুরূপ আইচ ও গায়ক সানিয়াত সাত্তার। গানটির শিরোনাম ‘দ্য গেম অব লাইফ’।
এই প্রথম বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় ফুটবল নিয়ে গান তৈরি করা হয়েছে। যা প্রকাশ পেয়েছে অস্ট্রেলিয়ান মিউজিক কাউন্সিল থেকে। এতে সহযোগিতা করেছে গান বাকশো মিউজিক।
বিশ্বের নামিদামী ২৮০ টি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে ‘দ্য গেম অব লাইফ’ গানটি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন সানিয়াত সাত্তার।
এ প্রসঙ্গে সানিয়াত বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে ফুটবল নিয়ে ইংরেজি গানটি করার পরিকল্পনা করেছিলেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। তার লেখা এই গানটি আমি সুরের প্রয়োজনে কিছু শব্দ ও বাক্য সংযোজন-বিয়োজন করে পরিবেশন করেছি। ফুটবল নিয়ে আমাদের থিম সংটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হওয়ায় আশা করছি, বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের এই গান। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের।’
অন্যদিকে অনুরূপ আইচ বলেন, “বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশ থেকে আমার লেখা আরও দুটি গান প্রকাশ পাবে। তার একটি গান বিশ্বনন্দিত ফুটবলার মেসিকে নিয়ে। অন্য গানটির নাম ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’। তবে আন্তর্জাতিকভাবে প্রকাশিত আমাদের ইংরেজি গান ‘গেম অফ লাইফ’ নিয়ে আমি বেশ উৎফুল্ল। কারণ, বিশ্ব ফুটবলের আসরকে এমন একটা গান লিখে সারাবিশ্বের ইংরেজি গানের শ্রোতাদের উপহার দিতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এজন্য সানিয়াত সাত্তারের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।”
বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২২/এএইচএ