বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘোষণা করেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস কর্তৃপক্ষ। এতে করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে।
কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, ম্যাকসন্স স্পিনিংয়ের ২০২০-২১ অর্থবছরের ১১% নগদ লভ্যাংশ গত ১৯ জানুয়ারি বার্ষিক সাধারন সভায় (এজিএম) অনুমোদিত হয়েছে। ওই ১১% লভ্যাংশের পরিমাণ (ট্যাক্স ছাড়া) ২২ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরনে ২০ কোটি ১ লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছে।
অথচ বিএসইসির নির্দেশনায় ঘোষণার সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যা ম্যাকসন্স স্পিনিং কর্তৃপক্ষ পরিপালন করেনি।
উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ম্যাকসন্স স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৮ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির শনিবার (১২ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২২.৩০ টাকায়।
বিজনেস আওয়ার/১২ নভেম্বর, ২০২২/আরএ