আন্তর্জাতিক ডেস্ক: নির্দিষ্ট স্থান ব্যাতীত লুকিয়ে সিগারেট ধরালেও এবার গুনতে হবে জরিমানা। ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিংকে ধূমপানমুক্ত করতে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুধু সিগারেট নয়, তামাক বা অন্য কোনো মাদক গ্রহণ করলেও জরিমানা গুনতে হবে। স্কুল-কলেজের দুশ মিটারের মধ্যে কোনো দোকানে তামাকজাত সামগ্রী বিক্রিও করা যাবে না।
দার্জিলিংয়ে আগে থেকেই ধূমপানবিরোধী আইন থাকলেও, প্রকাশ্যে ধূমপানে জরিমানার বিধান থাকলেও তার প্রয়োগ ছিল না। ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে তা মেনে চলার প্রবণতাও কম দেখা যাচ্ছিল।
তবে এ বিষয়ে এখন নতুন করে নির্দেশনা জারি করেছে পৌর কর্তৃপক্ষ। এ নির্দেশনায় বলা হচ্ছে- প্রকাশ্যে ধূমপান বা যত্রতত্র থুতু ফেলার ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর ময়লা বা আবর্জনা ফেললে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আর এ নিয়ম শুধু স্থানীয়দের জন্যই নয়, পর্যটকদের জন্যও প্রযোজ্য হবে।
কাউকে প্রকাশ্যে ধূমপান করতে দেখলে ছবি তুলে নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন সাধারণ মানুষ। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
ভারতে ২০০৩ সাল থেকেই রাস্তা, হোটেল, রেস্তোঁরা, হাসপাতাল, ট্রেন-বাস- বিমানবন্দর সব জায়গাতেই ধূমপান নিষিদ্ধ। কিছু হোটেল বা রেস্তোঁরায় অবশ্য সিগারেট খাওয়ার জন্য পৃথক ঘর রাখার নিয়ম রয়েছে।
বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ