ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াকাটায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

  • পোস্ট হয়েছে : ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় উচ্ছেদ অভিযানে বন্ধের দাবিতে কয়েক হাজার স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। তারা সড়কে অবস্থান নেওয়ায় দুপুর থেকে কুয়াকাটায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ এলাকা পর্যন্ত এ অভিযান শুরু করা হয়।

জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার (০৯ নভেম্বর) সরকারের পক্ষে রায় দেয় আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) ভবনে বসেন।

স্থানীয় মাসুমা বেগম বলেন, আমাদের ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।

সালাম নামে আরেকজন বলেন, আমি একজন জেলে। যখন মাছ পাই তখন ভালো খাবার খেতে পারি। যখন মাছ পাই না, খেতে পাই না। কাউকে বলতেও পারি না। ঘরে একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। ঘর ভেঙে দিলে কোথায় যাব?

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুয়াকাটায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

পোস্ট হয়েছে : ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় উচ্ছেদ অভিযানে বন্ধের দাবিতে কয়েক হাজার স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। তারা সড়কে অবস্থান নেওয়ায় দুপুর থেকে কুয়াকাটায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ এলাকা পর্যন্ত এ অভিযান শুরু করা হয়।

জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার (০৯ নভেম্বর) সরকারের পক্ষে রায় দেয় আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) ভবনে বসেন।

স্থানীয় মাসুমা বেগম বলেন, আমাদের ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।

সালাম নামে আরেকজন বলেন, আমি একজন জেলে। যখন মাছ পাই তখন ভালো খাবার খেতে পারি। যখন মাছ পাই না, খেতে পাই না। কাউকে বলতেও পারি না। ঘরে একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। ঘর ভেঙে দিলে কোথায় যাব?

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: