স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অধীনে আন্তর্জাতিক ক্রিকেটের এমন কোনো শিরোপা নেই যে টিম ইন্ডিয়া জেতেনি। হুট করেই শনিবার (১৫ আগস্ট) সন্ধায় দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে অবসরের ঘোষণা দেন।
ভারতীয় ক্রিকেটের এ মহাতারকার অবসরের পরে ক্রিকেটার ও সমর্থকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ধোনির সম্মানে তার পরিহিত ৭ নাম্বার জার্সি তুলে রাখার আহ্বান জানিয়েছেন।
সাবেক সতীর্থ দীনেশ কার্তিক জানিয়েছেন, ৭ নাম্বার জার্সি অন্য কোনো ক্রিকেটারের পিঠে দেখতে চাই না। আমি বিসিসিআইয়ের কাছে আশা করবো তারা সাদা বলের ক্রিকেটে ৭ নাম্বার জার্সিকে অবসরে পাঠিয়ে দিক। তার দ্বিতীয় ইনিংসের জন্য শুভ কামনা। আমি নিশ্চিত তুমি তোমার এই জীবনেও আমাদের বিস্মিত করবে।
ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ লিখেছেন, কল্পনা করতে পারি না ভারতের হয়ে অন্য কেউ ৭ নাম্বার জার্সি পরবে।
এদিকে ধোনির এক ভক্ত টুইটারে লিখেছেন, বিসিসিআইর’র উচিৎ কিংবদন্তি ধোনির সম্মানে ৭ নাম্বার জার্সি তুলে রাখা। আরেকজন লিখেছেন, ৭ নাম্বার জার্সি শুধু একটা নাম্বারই না, এখানে একটা আবেগ আছে যা এই দেশ মিস করবে।
ফুটবলে জার্সি তুলে রাখার রীতি থাকলেও ক্রিকেটে তেমনটি দেখা যায় না। তবে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের অবসরের দীর্ঘদিন পর বিসিসিআিই তার ১০ নাম্বার জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২০/এ