আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শনিবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে। এতে ভারতের রাজধানী দিল্লিসহ পাশের প্রদেশ উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবার রাত ৮টা দিকে দিল্লিতে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এ সময় অনেকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন। পার্শ্ববর্তী নয়ডা এবং গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: