বিজনেস আওয়ার ডেস্ক: হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ‘কমিউনিটি’ নামের নতুন ফিচার। সর্বাধিক ৫০টি গ্রুপ এবং সর্বাধিক পাঁচ হাজার সদস্য থাকতে পারবেন একটি কমিউনিটিতে।
প্রায় দুই সপ্তাহ আগে সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব ব্যবহারকারীদের জন্য চালু হলো নতুন এ ফিচার। কিন্তু কী থাকছে এই ফিচার।
সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে একাধিক গ্রুপের মধ্যে একই সময়ে যোগাযোগ করা যাবে। মূলত সমমনস্ক গ্রুপগুলো যাতে একসঙ্গে যোগাযোগ রাখতে পারে, সে উদ্দেশেই চালু করা হয়েছে কমিউনিটি ফিচার।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আসলে এটা অনেকটা গ্রুপের মতোই। কিন্তু সেই গ্রুপের মধ্যেই আবার অন্য একাধিক গ্রুপ ও ব্যবহারকারীকে যুক্ত করা যাবে। এর ফলে এখন থেকে একাধিক গ্রুপের মধ্যে যোগাযোগ করা আরও সহজ হবে।
হোয়াটসঅ্যাপে এই কমিউনিটি তৈরির জন্য প্রথমে অ্যাপে গিয়ে কমিউনিটি ট্যাব খুলতে হবে। কমিউনিটির নাম আর বিবরণ লিখে দিতে হবে প্রোফাইল ছবি। আর নাম হতে হবে ২৪ ক্যারেকটারের মধ্যে।
এরপর সবুজ তীর চিহ্ন ট্যাপ করে আগে থেকে বিদ্যমান গ্রুপকে ওই কমিউনিটির মধ্যে আনা যাবে। এরপর গ্রুপগুলোকে কমিউনিটির মধ্যে এনে সবুজ ‘চেক মার্ক’ আইকনে ট্যাপ করতে হবে।
বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০২২/এএইচএ