বিজনেস আওয়ার প্রতিবেদক: যশোরের বেনাপোলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুই ভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা ও মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক ও তার ভাই আলম দীর্ঘ দিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভের পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল।
এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: