ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শাস্তির কবলে ইউসুফ ফ্লাওয়ার

  • পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই বোর্ডের ইউসুফ ফ্লাওয়ার মিলসের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

রবিবার (১৩ নভেম্বর) ইউসুফ ফ্লাওয়ারের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ১০ শতাংশ নগদ লভ্যাংশের তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যা কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের মুনাফার ১৮ শতাংশ।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

ইউসুফ ফ্লাওয়ারের ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ৫.৫৩ টাকা হিসাবে ৩৩ লাখ ৫৫ হাজার ৬০৪ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হিসেবে ৬ লাখ ৬ হাজার ৮শত টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১৮ শতাংশ। বাকি ২৭ লাখ ৪৮ হাজার ৮০৪ টাকা বা ৮২ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ২৭ লাখ ৪৮ হাজার ৮০৪ টাকা টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২ লাখ ৭৪ হাজার ৮৮০ টাকা কর দিতে হবে ইউসুফ ফ্লাওয়ারকে।

উল্লেখ্য চলতি বছরে এসএমইতে লেনদেন শুরু হওয়া ইউসুফ ফ্লায়ারের বর্তমানে ৬০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ও সরকার ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭ লাখ ৯৪ হাজার ৩১৪ টাকা বা ৪৬.০৫ শতাংশ। অর্থাৎ সাধারন বিনিয়োগকারীদের হাতে কোম্পানিটির শেয়ার সংখ্যা মাত্র ২ লাখ ৭৯ হাজার ৪৩১টি।

এই নামমাত্র শেয়ারের কারনে ইউসুফ ফ্লাওয়ারের লভ্যাংশ পরবর্তী সার্কিট ব্রেকারহীন দিন (১৩ নভেম্বর) শেয়ারটির দর বেড়েছে অস্বাভাবিক হারে। কোম্পানিটির আগের দিনের ২৬.১০ টাকার শেয়ার রবিবার (১৩ নভেম্বর) সর্বশেষ ২ হাজার টাকায় লেনদেন হয়। তবে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৫৯৪.৪০ টাকায়।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২২/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাস্তির কবলে ইউসুফ ফ্লাওয়ার

পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই বোর্ডের ইউসুফ ফ্লাওয়ার মিলসের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

রবিবার (১৩ নভেম্বর) ইউসুফ ফ্লাওয়ারের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ১০ শতাংশ নগদ লভ্যাংশের তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যা কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের মুনাফার ১৮ শতাংশ।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

ইউসুফ ফ্লাওয়ারের ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ৫.৫৩ টাকা হিসাবে ৩৩ লাখ ৫৫ হাজার ৬০৪ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হিসেবে ৬ লাখ ৬ হাজার ৮শত টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১৮ শতাংশ। বাকি ২৭ লাখ ৪৮ হাজার ৮০৪ টাকা বা ৮২ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ২৭ লাখ ৪৮ হাজার ৮০৪ টাকা টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২ লাখ ৭৪ হাজার ৮৮০ টাকা কর দিতে হবে ইউসুফ ফ্লাওয়ারকে।

উল্লেখ্য চলতি বছরে এসএমইতে লেনদেন শুরু হওয়া ইউসুফ ফ্লায়ারের বর্তমানে ৬০ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ও সরকার ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭ লাখ ৯৪ হাজার ৩১৪ টাকা বা ৪৬.০৫ শতাংশ। অর্থাৎ সাধারন বিনিয়োগকারীদের হাতে কোম্পানিটির শেয়ার সংখ্যা মাত্র ২ লাখ ৭৯ হাজার ৪৩১টি।

এই নামমাত্র শেয়ারের কারনে ইউসুফ ফ্লাওয়ারের লভ্যাংশ পরবর্তী সার্কিট ব্রেকারহীন দিন (১৩ নভেম্বর) শেয়ারটির দর বেড়েছে অস্বাভাবিক হারে। কোম্পানিটির আগের দিনের ২৬.১০ টাকার শেয়ার রবিবার (১৩ নভেম্বর) সর্বশেষ ২ হাজার টাকায় লেনদেন হয়। তবে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৫৯৪.৪০ টাকায়।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২২/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: