স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের মতো হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় ব্যক্তিগত অনুশীলন করেছেন টাইগার ওয়ানডে দলপতি তামিম ইকবাল। সোমবার (১৭ আগস্ট) অনুশীলন শেষে জানালেন, ব্যাটিং ও ফিটনেস তার মোটামুটি ভালোই আছে এবং তাতে তুষ্ট তিনি।
পাঁচ মাসের লম্বা এই সময়টিতে ব্যাটিং অনুশীলন একেবারেই হয়নি। তাতে নিশ্চয়ই শঙ্কার কালো মেঘ জমা হয়েছিল তামিমের ভাবনার আকাশে। কী হবে, কী হবে? কিন্তু যেই অনুশীলনে নেমে ব্যাট হাতে নিয়েছেন অমনি সকল শঙ্কা উবে গেছে। না, ব্যাটিংয়ের আহামরি কোনো ক্ষতি হয়নি। যেটুকুই আছে তা সন্তোষজনক।
তামিম বলেন, প্রায় ৪-৫ মাস পর অনুশীলন শুরু করলাম। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা হতাশার হবে বলে মনে করছিলাম আশ্চর্যজনকভাবে অতটা খারাপ মনে হয়নি। ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে। কিন্তু ট্রেডমিল বলেন, বাসায় যত অ্যাক্টিভিটিজ করি তার চাইতে রোদে বা মাঠে করাটা ভিন্ন ব্যাপার।
টাইগার ওপেনার বলেন, মানিয়ে নিতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। যেভাবে নিয়ম মেনে সবকিছু করছি তা আমার কাছে খুবই ইতিবাচক লাগছে। আশা করি এভাবে এগুতে থাকবো। সাথে আমাদের যেহেতু একটা তারিখ আছে, আমরা জানি আমাদের খেলা কখন শুরু হবে তো সবাই সবার মতো প্রস্তুতি নিচ্ছে সেরাটার জন্য।
বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২০/এ