বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৯.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫৯.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২০.৭০ টাকা বা ১২.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১১.৮৯ শতাংশ, সিনোবাংলার ১০ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯৭ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৬ শতাংশ, বিডিকমের ৯.৭৬ শতাংশ, জেনেক্সের ৮.৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৭৫ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৮.৭৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২২/পিএস