ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে হত্যা মামলায় ছেলেসহ ২ জনের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

  • পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: রংপুরে সাবেক এপিপি ও প্রবীণ আইনজীবী আসাদুল হক (৬০) হত্যা মামলায় ছেলেসহ দুজনকে ফাঁসি এবং মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের মৃত জাফরের ছেলে রতন মিয়া (৩২) এবং খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রির ছেলে সাইফুল ইসলাম (২৬)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি মোর্শেদা বেগম রতন মিয়ার মা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। আশা করি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।’

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ জুন দুপুরে নগরীর ধর্মদাস বারো আউলিয়া এলাকায় আইনজীবী আসাদুল হকের বাড়িতে এক সহযোগীকে নিয়ে চুরি করতে যান রতন মিয়া। চুরি করা অবস্থায় রতন মিয়াকে আসাদুল হক হাতেনাতে ধরলেও তার সহযোগী পালিয়ে যান। এ সময় আসাদুল হককে গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে তাজহাট থানা পুলিশ। আসাদুল হকের সংসারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী। এ ঘটনায় আসাদুল হকের ছোট মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে ঘটনার দিনই রতন মিয়া ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে তদন্তে রতন মিয়ার মা মোর্শেদা বেগমের নাম উঠে আসে।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রংপুরে হত্যা মামলায় ছেলেসহ ২ জনের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রংপুরে সাবেক এপিপি ও প্রবীণ আইনজীবী আসাদুল হক (৬০) হত্যা মামলায় ছেলেসহ দুজনকে ফাঁসি এবং মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের মৃত জাফরের ছেলে রতন মিয়া (৩২) এবং খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রির ছেলে সাইফুল ইসলাম (২৬)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি মোর্শেদা বেগম রতন মিয়ার মা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি। আশা করি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।’

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ জুন দুপুরে নগরীর ধর্মদাস বারো আউলিয়া এলাকায় আইনজীবী আসাদুল হকের বাড়িতে এক সহযোগীকে নিয়ে চুরি করতে যান রতন মিয়া। চুরি করা অবস্থায় রতন মিয়াকে আসাদুল হক হাতেনাতে ধরলেও তার সহযোগী পালিয়ে যান। এ সময় আসাদুল হককে গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে তাজহাট থানা পুলিশ। আসাদুল হকের সংসারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী। এ ঘটনায় আসাদুল হকের ছোট মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে ঘটনার দিনই রতন মিয়া ও সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে তদন্তে রতন মিয়ার মা মোর্শেদা বেগমের নাম উঠে আসে।

বিজনেস আওয়ার/১৪ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: