ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রগতি লাইফের রাইটের সাবস্ক্রিপশন শুরু ২৪ সেপ্টেম্বর

  • পোস্ট হয়েছে : ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ারে সাবস্ক্রিপশন ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

জানা গেছে, কোম্পানিটি ১আর:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১৫ টাকা।

বীমা আইন ২০১০ এর চাহিদাঅনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মূলধন বৃদ্ধিকরণের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.২৯ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

এর আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রগতি লাইফের রাইটের সাবস্ক্রিপশন শুরু ২৪ সেপ্টেম্বর

পোস্ট হয়েছে : ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ারে সাবস্ক্রিপশন ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।

জানা গেছে, কোম্পানিটি ১আর:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১৫ টাকা।

বীমা আইন ২০১০ এর চাহিদাঅনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মূলধন বৃদ্ধিকরণের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.২৯ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

এর আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: