ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিপসের প্যাকেট দিয়ে সাজানো হলো বরের গাড়ি!

  • পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • 224

বিজনেস আওয়ার প্রতিবেদক: নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুল দিয়ে নয় বিয়ের গাড়ি সাজানো হয়েছে চিপস, ঝালমুড়ি ও ডালমুঠেরপ্যাকেট দিয়ে। আর এই ঘটনা ঘটিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সৌদি প্রবাসী এক যুবক জাহিদ হাসান।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার নিউ মার্কেটের সামনে চিপস দিয়ে সাজানো গাড়িটি দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে কৌতূহল দেখা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই গাড়ির ছবি ছড়িয়ে দিয়েছেন।

বর উপজেলার চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে জাহিদ হাসান। তিনি সৌদি প্রবাসী। তার বিয়ের গাড়ি সাজিয়েছেন চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট দিয়ে। এ সময় গাড়ির ভেতরে গলায় ফুলের মালা দিয়ে বরের সাজে বসে ছিলেন জাহিদ। তবে বিয়ের কনে সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থায়ীরা জানান, বর জাহিদ তার ব্যতিক্রম ধারণা থেকে চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়েছেন। শুধু চিপসের প্যাকেট দিয়ে নয়। এর সঙ্গে দেখা গেছে ডালমুঠ ও ঝালমুড়ির প্যাকেটও।

এ বিষয়ে বর জাহিদ হাসান জানান, ভাইরাল হওয়ার মানসিকতা থেকে নয়। সবাইতো ফুল দিয়ে গাড়ি সাজায়। তবে চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না। চিপসগুলো বাচ্চারা খেতে পারবে। তাই ব্যতিক্রম কিছু করার ইচ্ছে থেকে এভাবে গাড়ি সাজানো হয়েছে।

বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চিপসের প্যাকেট দিয়ে সাজানো হলো বরের গাড়ি!

পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুল দিয়ে নয় বিয়ের গাড়ি সাজানো হয়েছে চিপস, ঝালমুড়ি ও ডালমুঠেরপ্যাকেট দিয়ে। আর এই ঘটনা ঘটিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সৌদি প্রবাসী এক যুবক জাহিদ হাসান।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার নিউ মার্কেটের সামনে চিপস দিয়ে সাজানো গাড়িটি দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে কৌতূহল দেখা যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই গাড়ির ছবি ছড়িয়ে দিয়েছেন।

বর উপজেলার চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে জাহিদ হাসান। তিনি সৌদি প্রবাসী। তার বিয়ের গাড়ি সাজিয়েছেন চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট দিয়ে। এ সময় গাড়ির ভেতরে গলায় ফুলের মালা দিয়ে বরের সাজে বসে ছিলেন জাহিদ। তবে বিয়ের কনে সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থায়ীরা জানান, বর জাহিদ তার ব্যতিক্রম ধারণা থেকে চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়েছেন। শুধু চিপসের প্যাকেট দিয়ে নয়। এর সঙ্গে দেখা গেছে ডালমুঠ ও ঝালমুড়ির প্যাকেটও।

এ বিষয়ে বর জাহিদ হাসান জানান, ভাইরাল হওয়ার মানসিকতা থেকে নয়। সবাইতো ফুল দিয়ে গাড়ি সাজায়। তবে চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না। চিপসগুলো বাচ্চারা খেতে পারবে। তাই ব্যতিক্রম কিছু করার ইচ্ছে থেকে এভাবে গাড়ি সাজানো হয়েছে।

বিজনেস আওয়ার/১৫ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: