ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত

  • পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক (ময়মনসিংহ): ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে ফুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বলেন, নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয়রা জানান, ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসের ১৪ জন যাত্রী একই পরিবারের সদস্য।

ফুলপুর থানার ভাররাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারাত হোসেন গাজী বলেন, বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। এঘটনায় একই পরিবারের ৮জন নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় আহত রতন জানান, ময়মনসিংহের গফরগাঁও থেকে আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ছুটে যাচ্ছিলেন। ফুলপুর উপজেলার বাশাতি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মাইক্রোবাস সড়কের পাশের পুকুরে পড়ে যায়। চালকসহ তারা ১৫ জন ছিলেন।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (ময়মনসিংহ): ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে ফুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বলেন, নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয়রা জানান, ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসের ১৪ জন যাত্রী একই পরিবারের সদস্য।

ফুলপুর থানার ভাররাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারাত হোসেন গাজী বলেন, বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। এঘটনায় একই পরিবারের ৮জন নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় আহত রতন জানান, ময়মনসিংহের গফরগাঁও থেকে আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ছুটে যাচ্ছিলেন। ফুলপুর উপজেলার বাশাতি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মাইক্রোবাস সড়কের পাশের পুকুরে পড়ে যায়। চালকসহ তারা ১৫ জন ছিলেন।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: