আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিতে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ৬ জন নিহত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটে।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন জানায়, এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: