স্পোর্টস ডেস্ক: লওতারো মার্তিনেজ এবং রোমেলু লুকাকুর জোড়া গোলে শাখতার দোনেৎস্ককে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের টিকিট কেটেছে ইন্টার মিলান। ফাইনালে সেভিয়ার সঙ্গী হয়েছে ইন্টার মিলান।
সোমবার দিবাগত রাতে জার্মানির ডুসেলডর্ফে এক লেগের সেমিফাইনালে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আন্তনিও কন্তের দল। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ১৯তম মিনিটে নিকোলো বারেল্লার ক্রস থেকে ইন্টারকে এগিয়ে দেন মার্তিনেজ।
এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে শাখতার। কিন্তু উল্টো আরও চার গোল হজম করে তারা। ৬৪তম মিনিটে ইন্টারের ব্যবধান দ্বিগুণ করেন দানিরো ডি’আমব্রোসিও। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মার্তিনেজ।
ম্যাচের বাকি সময়ের আলোটা কেড়ে নেন লুকাকু। ৭৮ ও ৮৩তম মিনিটে জোড়া গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড। আর ইন্টারকে এনে দেন ৫-০ গোলের বড় জয়। সেই সঙ্গে নিশ্চিত হয় ইউরোপা লিগের ফাইনালও। আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় রাত একটায় ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে ইন্টার মিলান।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ