বিজনেস আওয়ার প্রতিবেদক : লেনদেনের প্রথম দিনেই শেয়ার দর কমেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। ১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারটির দর প্রথম দিনে ১ টাকা বা ১০ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা থেকে ৯.৮০ টাকায় উঠা-নামা করে। শুরুতে কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা কমলেও দিন শেষে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ কমেছে।
প্রথম দিন কোম্পানিটির ২ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৬৬১টি শেয়ার ১১ হাজার ৮১৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রথম দিন ২১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজারে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ শেয়ার অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৯১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৪ টাকা বা ১৮ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৯৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৮ টাকা বা ৩০ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬১ টাকায়।
বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২২/পিএস