ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকা থেকেই সম্পন্ন হবে

  • পোস্ট হয়েছে : ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • 81

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী বছর থেকে হজ যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকার হজ্ব ক্যাম্প থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিভাগীয় ইমাম সম্মেলন, মাউশিক প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষক-কেয়ারটেকার ও সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলামের প্রচার ও প্রসারে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। এছাড়া আল-কুরআন ডিজিটাইজেশন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধি ও সম্প্রসারণ, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি ভবন নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল সুবিধা চালু করার পাশাপাশি হজে গমনেচ্ছুদের অনলাইনে হজের প্রাক-নিবন্ধন ও নির্দিষ্ট সময়ে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা কর হয়েছে। তাছাড়া জেদ্দা হজ টার্মিনালে ‘বাংলাদেশ প্লাজা’ স্থাপন, ঢাকা আশকোনা হজ ক্যাম্পের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেম-ওলামাদের কর্মসংস্থান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং কুরআন শিক্ষা কার্যক্রমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

সমাজ গঠনে ওলামাদের ভূমিকার কথা উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ওলামাদের মাধ্যমে সমাজ গঠন করা সবচেয়ে সহজ। সমাজের যত বিষয় আছে, আপনারা সব বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন। এ জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকা থেকেই সম্পন্ন হবে

পোস্ট হয়েছে : ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী বছর থেকে হজ যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকার হজ্ব ক্যাম্প থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিভাগীয় ইমাম সম্মেলন, মাউশিক প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষক-কেয়ারটেকার ও সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলামের প্রচার ও প্রসারে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। এছাড়া আল-কুরআন ডিজিটাইজেশন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধি ও সম্প্রসারণ, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি ভবন নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল সুবিধা চালু করার পাশাপাশি হজে গমনেচ্ছুদের অনলাইনে হজের প্রাক-নিবন্ধন ও নির্দিষ্ট সময়ে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা কর হয়েছে। তাছাড়া জেদ্দা হজ টার্মিনালে ‘বাংলাদেশ প্লাজা’ স্থাপন, ঢাকা আশকোনা হজ ক্যাম্পের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেম-ওলামাদের কর্মসংস্থান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং কুরআন শিক্ষা কার্যক্রমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

সমাজ গঠনে ওলামাদের ভূমিকার কথা উল্লেখ করে ফরিদুল হক খান বলেন, ওলামাদের মাধ্যমে সমাজ গঠন করা সবচেয়ে সহজ। সমাজের যত বিষয় আছে, আপনারা সব বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন। এ জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: