ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারপ্রতি ১ টাকা করে শাস্তির কবলে সোনালি আঁশ

  • পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। এক্ষেত্রে কোম্পানিটিকে শেয়ারপ্রতি ১ টাকা করে এই অতিরিক্ত ট্যাক্সের শাস্তি পেতে হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গতকাল (১৬ নভেম্বর) সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় সোনালি আঁশকে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ২৭ লাখ ১২ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৯২ টাকা করে ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকার নিট মুনাফা হয়েছে। কিন্তু কোম্পানির পর্ষদ ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে। ফলে মুনাফার অতিরিক্ত ১ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার টাকার রিজার্ভ কমবে।

এ বিষয়ে সোনালি আঁশের সচিব হাবিবুর রহমান খান বিজনেস আওয়ারকে বলেন, সর্বনিম্ন ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের বাধ্যবাধকতা আছে। সে কারনে এ বছর পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও ৩০ কোটি হবে না। এজন্য আমাদের আরও সময় লাগবে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সোনালি আঁশের ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার পরিশোধিত মূলধন রয়েছে।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারপ্রতি ১ টাকা করে শাস্তির কবলে সোনালি আঁশ

পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। এক্ষেত্রে কোম্পানিটিকে শেয়ারপ্রতি ১ টাকা করে এই অতিরিক্ত ট্যাক্সের শাস্তি পেতে হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গতকাল (১৬ নভেম্বর) সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় সোনালি আঁশকে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ২৭ লাখ ১২ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৯২ টাকা করে ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকার নিট মুনাফা হয়েছে। কিন্তু কোম্পানির পর্ষদ ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে। ফলে মুনাফার অতিরিক্ত ১ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার টাকার রিজার্ভ কমবে।

এ বিষয়ে সোনালি আঁশের সচিব হাবিবুর রহমান খান বিজনেস আওয়ারকে বলেন, সর্বনিম্ন ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের বাধ্যবাধকতা আছে। সে কারনে এ বছর পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও ৩০ কোটি হবে না। এজন্য আমাদের আরও সময় লাগবে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সোনালি আঁশের ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার পরিশোধিত মূলধন রয়েছে।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: