বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে ১৮ শত মানুষ। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬৪ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৯৯৬ জন। আগের দিন একই সময়ে ভাইরাসটিতে শনাক্ততা ছিল ৬৪ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫০২ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে ৪ লাখ ২৯ হাজার ৪৯৪ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ২১ হাজার ৮৬৪ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারায় ৬৬ লাখ ২০ হাজার ০৬৩ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে এক হাজার ৮০১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬২ কোটি ১৪ লাখ ১১ হাজার ৪৩৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ০১ লাখ ০৮ হাজার ৭০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ০১ হাজার ৮৪৩ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৯৫১ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৫৫৩ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩৭০ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৮৮ হাজার ৮৮৬ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০২২/কমা