আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরার তথ্যমতে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট ৮টি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই শরণার্থীগুলোতে প্রায় ৬ লাখ লোকের বসবাস।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: