ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী অসুস্থ, নবজাতককে বিক্রি করে দিলেন বাবা

  • পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজশাহী মহাগরীতে বাবার বিরুদ্ধে ১০ দিন নবজাতক শিশু বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম রহিদুল ইসলাম।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশকে ফোন করে অভিযোগ করেন শিশুটির মা জান্নাতুন বেগম।

খবর পেয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযানে নেমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকা থেকে শিশুটিকে আজ দুপুরে উদ্ধার করতে সক্ষম হয়।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) কাজল নন্দি তথ্যটি নিশ্চিত করে জানান, থানায় ফোন আসার পরই তারা অভিযান শুরু করেন। এর আগে ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন।
সর্বশেষ তিনি জানান যে, নিজের নবজাতকটিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট এলাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর থানা পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার অভিযান চালান। পরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর বাবার দাবি তার স্ত্রীর অসুস্থ। সেই অসুস্থতার কারণে ওই নবজাতকটিকে বিক্রি করে দিয়েছিলেন। এরজন্য ২৪ হাজার আবার কখনও ৩০ হাজার টাকা নিয়েছেন বলেও জানান।

টাকার সঠিক পরিমাণ সম্পর্কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান-রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্ত্রী অসুস্থ, নবজাতককে বিক্রি করে দিলেন বাবা

পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজশাহী মহাগরীতে বাবার বিরুদ্ধে ১০ দিন নবজাতক শিশু বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম রহিদুল ইসলাম।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশকে ফোন করে অভিযোগ করেন শিশুটির মা জান্নাতুন বেগম।

খবর পেয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযানে নেমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকা থেকে শিশুটিকে আজ দুপুরে উদ্ধার করতে সক্ষম হয়।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) কাজল নন্দি তথ্যটি নিশ্চিত করে জানান, থানায় ফোন আসার পরই তারা অভিযান শুরু করেন। এর আগে ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন।
সর্বশেষ তিনি জানান যে, নিজের নবজাতকটিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট এলাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর থানা পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার অভিযান চালান। পরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর বাবার দাবি তার স্ত্রীর অসুস্থ। সেই অসুস্থতার কারণে ওই নবজাতকটিকে বিক্রি করে দিয়েছিলেন। এরজন্য ২৪ হাজার আবার কখনও ৩০ হাজার টাকা নিয়েছেন বলেও জানান।

টাকার সঠিক পরিমাণ সম্পর্কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান-রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: