বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার): সেনাবাহীনির অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার হওয়া এপিবিএন’র তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে র্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৭ আগস্ট) তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে ডাকা হয়। পরে সিনহা হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্রে জানা গেছে, ওই তিন এপিবিএন সদস্য ঘটনার রাতে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। তারা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ