আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে স্প্রিংস শহরে সমকামীদের একটি নৈশক্লাবে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে কলোরাডো পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
পামেলা আরো জানান, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ক্লাব কিউতে হামলার পর আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ মধ্যরাতের আগে একটি ফোনকল থেকে গোলাগুলির বিষয়ে জানতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
গুগলের তথ্য অনুযায়ী, কলোরাডোর ক্লাব কিউ প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষ ও নারীদের একটি নাইটক্লাব। এই ক্লাবে প্রায়ই কারাওকে, ডিজে ও মদ্যপানের আসর বসানো হয়।
প্রতিষ্ঠানটি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছে, তাদের সম্প্রদায়ের ওপর নির্বোধের মতো আক্রমণ করায় তারা বিধ্বস্ত। ‘আমরা আমাদের সাহসী গ্রাহকদের এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই, যারা বন্দুকধারীকে দমন করেছে এবং এই ঘৃণামূলক হামলার অবসান ঘটিয়েছে। ‘
হামলার পর ঘটনাস্থলের ছবিতে নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোতে আলো জ্বলতে দেখা গেছে। সূত্র : রয়টার্স
বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ