ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বসতঘর থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • 55

বিজনেস আওয়ার প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বসতঘরের ভেতর থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। হুমায়ুন কবির সরদার (৭০) কৌশলে অজগর আটক করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসতঘর থেকে সাপটিকে আটক করা হয়।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই বিশাল অজগরকে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে সাপটি হুমায়ুন কবিরের ঘরের শোকেসের ওপর দিয়ে চলাফেরা করছিল। শব্দ পেয়ে ঘুম থেকে উঠে হুমায়ুন কবিরের বোন রুণু বেগম চিৎকার শুরু করেন। পরে পাশের ঘর থেকে হুমায়ুন কবির যাওয়ার আগেই সাপটি ঘরের চালের সিলিং দিয়ে টিনের চালের নিচের ভেলকি ও খামের মাঝামাঝি অবস্থান নেয়। সেখান থেকে সাপটিকে টেনে নামিয়ে বস্তাবন্দী করেন হুমায়ুন সরদার। এদিকে সাপ আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে লোকজন হুমায়ুন কবির সরদারের বাড়িতে ভিড় জমায়।

বাড়ির মালিক হুমায়ুন কবির বলেন, সাপটিকে পুরোপুরি অক্ষত অবস্থায় আটক করা হয়েছে। তবে আটক করার সময় সাপটি আমার হাতে কামড় দেয়। কিন্তু এই সাপ তেমন বিষাক্ত নয়। সাপটি ৭ হাতের (১১ ফুট) মতো লম্বা। আজ বিকেল ৪টার দিকে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসন হতে লোকজন এসে সাপটিকে নিয়ে গেছে।

টঙ্গীবাড়ি উপজেলার বন কর্মকর্তা হুমায়ূন মিয়া বলেন, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে অবমুক্ত করা হয়েছে।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বসতঘর থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

পোস্ট হয়েছে : ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বসতঘরের ভেতর থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। হুমায়ুন কবির সরদার (৭০) কৌশলে অজগর আটক করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসতঘর থেকে সাপটিকে আটক করা হয়।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই বিশাল অজগরকে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে সাপটি হুমায়ুন কবিরের ঘরের শোকেসের ওপর দিয়ে চলাফেরা করছিল। শব্দ পেয়ে ঘুম থেকে উঠে হুমায়ুন কবিরের বোন রুণু বেগম চিৎকার শুরু করেন। পরে পাশের ঘর থেকে হুমায়ুন কবির যাওয়ার আগেই সাপটি ঘরের চালের সিলিং দিয়ে টিনের চালের নিচের ভেলকি ও খামের মাঝামাঝি অবস্থান নেয়। সেখান থেকে সাপটিকে টেনে নামিয়ে বস্তাবন্দী করেন হুমায়ুন সরদার। এদিকে সাপ আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে লোকজন হুমায়ুন কবির সরদারের বাড়িতে ভিড় জমায়।

বাড়ির মালিক হুমায়ুন কবির বলেন, সাপটিকে পুরোপুরি অক্ষত অবস্থায় আটক করা হয়েছে। তবে আটক করার সময় সাপটি আমার হাতে কামড় দেয়। কিন্তু এই সাপ তেমন বিষাক্ত নয়। সাপটি ৭ হাতের (১১ ফুট) মতো লম্বা। আজ বিকেল ৪টার দিকে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসন হতে লোকজন এসে সাপটিকে নিয়ে গেছে।

টঙ্গীবাড়ি উপজেলার বন কর্মকর্তা হুমায়ূন মিয়া বলেন, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে অবমুক্ত করা হয়েছে।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: